শ্রাবণের মেঘ ঝরো, জীর্ণ এ কুটিরে।
প্রলয় বাতাস ওগো, রেখো তুমি ঘিরে!
ঘন  ঘন বিজুলিতে মাতুক আকাশ,
গুরু গুরু  আওয়াজে ভরুক বাতাস।
কদম কেতকী ফুল আবেশ ছড়াক।
রজনীর ক্ষণ গুলি আরনা পোহাক।
দীপ খানি ভীত হয়ে কাঁপে থরথর,
ধূপের ধোঁয়ার তলে হয় ভয় জড়!


রজনী পোহালে বুঝি যাবে সেতো ফিরে,
বেদী মোর শুন্য রবে, অন্ধোকারে ঘিরে।
মোর সব সঞ্চয়ের বিনিময়ে তারে,
পেয়েছি আমার করে ক্ষণিকের তরে।
জগতের মোহ মায়া তার কাছে হারে,
দুর্বল বাহুর ডোরে বৃথা বাঁধি তারে।