তিমির রাত্রি আঁধারের বুকে, হাতে জলন্ত মশাল,
কে চলেছে দুর্গম পথে, ভয়হীন তেজিয়াল!


ক্ষয়িত সমাজ পিছনে ছুটে,  বুকে জ্বলে আগুন!
পৌঁছাবে বুঝি রাতের শেষে, নিয়ে সাজানো ফাগুন!


বঞ্চিতদের কান্নাগুলো  দগ্ধ করছে শুধু!
বলিষ্ঠ বাহুতে উপড়ে আগাছা, জ্বালায় চিতার ধুধু!


মৃত্যু ভয় পরাজিত আজ, অগ্নি পথের যাত্রি!
পরিবর্তনে পরাজিত সব, কালো গহন রাত্রি।


বঞ্চিতদের দিগন্ত জুড়া মিছিলের আগে রয়।
স্বপ্নের মশাল উঁচিয়ে চলেছে, মিলায় প্রাণের ভয়।


ধনুকের মতো বাঁকা পিঠগুলো টান করে দাঁড়ায়।
বুকেতে তাদের প্রত্যয়ের সুর, চলার পথ ভরায়।


মশালের আগুনে ঝলসে উঠছে ,প্রতিবাদের অসি,
মানুষের বেদনা গর্জায় আজ, যাবেই দুখের  নিশি!


জমা হয় মশালের পেছনে জনতার অখণ্ড সমুদ্র!
শোষোকেরা বুঝি প্রলয়ের ঘায়ে, নিহাত তুচ্ছ ক্ষুদ্র।


ছুটে চলে জোয়ারের পথে, চোখে নির্লোভ হাসি।
ভয়ঙ্কর রণে ভীত পৃথিবী, চমকায় ক্ষীণ শশী!