ভোর হতেই নিভে যায়, রঙিন ঝাড়ের আলো,
দামী গাড়ি হাঁকিয়ে ওরা, বাঁকে মিলিয়ে গেলো।


চুরি করে দিনওরাত, ওরা ক্ষমতার জোরে।
চোরের মতো আসে তারা, এই নিষিদ্ধ পারে।


ওই প্রতারক বিধান দেয়, নিষিদ্ধ পল্লী পাপ।
রাতে ওরা লুটে নেয়, নিষিদ্ধের দেহের তাপ।


পারফিউমে ঢাকে ওরা, চম্পা চামেলীর সুবাস,
পচা মনের দুর্গন্ধটা, কফিনে দাবিয়ে যাস?


চম্পা চামেলি কাঁদে যখন, সূর্য আসে দোরে,
বলে বুঝি রোদের সোনা, দেবো আমি ভরে।


দিনের সবুজ স্বপ্ন হয়ে, বাঁচরে তুই আজ।
রাতে স্বপ্ন নাইবা দেখলি, তাতে নেইতো কাজ।


লক্ষ্য ঠিক করে নিয়ে, জীবন পথে চল...
মুক্তি পাবি একদিন তুই, পাবি আকাশতল!


দিনে পাবি রোদ্দুর তুই, জোছনা মাখবি রাতে,
আঁধারের ওই গোপোন কালো, মুছবে নতুন প্রাতে।


তোদের মাটির সুবাস মেখে, অসুর দলনি আসে।
বিবেক যুদ্ধেও জেতেনা অসুর, বিষ রক্তে ভাসে।


রিক্ত হাতে সবাই আসে, রিক্ত যাবার কালে,
রিক্ততাকে পাসনা ভয়, জীবনের পলে পলে।