ওরা বলে কবিতারা, পেসমেকার না।
তাই দিয়ে পেট ভরে খাবার আসেনা।
তবে কবিতার কেন,গলা টেপা হয়?
কবিরা উঠে দাঁড়ায়, খুন তারা হয়?
আসলে কবিতা শিল্প, আধুনিকতম।
কোনো কিছুতে থামেনা,পথ আদিতম।
টাকা পয়সার তুচ্ছ, গন্ডি ঘেরা নয়।
তাচ্ছিল্য করে নিঃশব্দে,তর্জনীর ঘায়!


কালো মেয়েটির চোখ,কবিতায় জ্বলে
তার প্রতিবাদ জাগে,সত্য যায় বলে।
আগ্নেয় গিরির লাভা,কবিতার মাঝে!
জানেনাতো পরাজয়, নয়া নয়া সাজে!
কবিতা মার আঁচল, তেল কালি মাখা!
প্রেম ভালোবাসা মুড়া, যত্নে তুলে রাখা।