ক্লান্তি তুমি এসোনাগো, শরীরে মননে।
বহু কাজ বাকি আছে, বসোনা আসনে।
লেখা মোর বাকি আছে, জীবন পাতায়।
পূরণ করবো তাহা, সহস্র বাধায়।
তুমি মোরে করো ক্ষমা, নাওগো বিদায়।
মৃত্যুকে স্বাগত তবু ,এসোনা হেথায়।
এতুফানে মোরে তুমি, কোরোনা দূর্বল।
কর্তব্যর তরী থেমে, হবযে বিফল।


যেতে হবে বহু পথ, আঁধার ঘনায়।
মনের সঙ্কল্প তবু, রইবে অক্ষয়।
পথ মাঝে এসে তুমি, দাঁড়িয়োনা কভু।
তোমাকে সবার আগে, ভুলে যাব শুধু।
আবেদন শোনো মোর,  যাও চলে দূরে।
আঁধার গোপন ঘরে, চোখের আড়ালে।