জন্ম নিলাম যে ঘরে, অভাবেতে ঘেরা।
পেশা ছিল কান্না শুধু, ভাড়া নিত ওরা।
এমনি করে যখন সাল বারো হলো,
বিয়ে মোরে দিয়ে দিল, স্বামী ঘর হলো।
তবু পেশায় রুদালি, চির দুঃখ সাথে,
কান্না যদি নাই আসে, ভাত নাই পাতে
একদা গর্ভে জন্মাল, ফুটফুটে পরী।
সুপ্ত স্বপ্ন জেগে ওঠে, তার হাত ধরি।


কি বলি মা দুঃখ মোর,  আষ্টে পিষ্টে ধরে।
পরীকে ধরলো জ্বরে, গেল চলে ছেড়ে।
চোখ শুষ্ক জল নেই,  আজ তার তরে।
আঁখি জল শেষ আজ, চোখের কোটরে।
তাই  মাগো ভিক্ষা করি, ছেড়ে দিনু ঘর।
জীবন গাথা এটাই, সব হলো পর।