কথাগুলো তাই,
বলে দিতে চাই ,
এই পৃথিবীর কানে।
সুখতারা চায়,
প্রেম বুকে ধায়,
ওই জোছনার পানে।


যুগে যুগে জাগে,
গোধূলির রাগে,
তৃষিত কথকতা।
এই বৈশাখী,
নত করে আঁখি,
মাখে সঞ্চিত ব্যথা।


স্বপ্ন তরী ভিড়ে,
ছেলেটিকে ঘিরে,
চাঁদ বন্যার রাতে।
কালো ঘোড়াটির,
চেপে ধরে শির,
ছোটায় অজানা পথে।


তারপর রাতে,
জোনাকির সাথে,
জয় করে দুর্গম।
পূব দিক রাঙা,
স্বপ্ন ঘুম ভাঙা,
বাজে ভোর এলার্ম।


থামে স্কুল গাড়ি,
যার সাথে আড়ি।
তুলে জোর করে।
মাকে দিয়ে টাটা,
জীবন পথে হাঁটা,
বৈরী বাতাস ভরে।


ফের রাত আসে,
চোখে এসে বসে,
হাওয়ায় স্বপ্ন দোলে।
ঘুম নেই আজ,
দেহে যৌবন সাজ,
নতুন ডানা মেলে।


একদিন শেষে,
তাকে ভালোবেসে,
একাকী জীবন ভরে।
কোনো এক রাত,
কাড়লো তারও হাত,
ভাসে নদী পারে।


বোবা কান্না জমে,
ঝড় বুকে নামে,
রাত ল্যাম্প অসহায়!
স্বপ্ন আজ হারায়,
কালো ঘোড়া দাঁড়ায়!
মিলায় সে অচেনায়!