তোর মুখ ভেসে ওঠে সর্ষে ক্ষেত মাঝে,
পাকা ধানে ঢেউ খেলে স্বপ্ন হয়ে রাজে।
তোর ছবি ভেসে ওঠে অরুণ প্রভাতে,
তোর সাথে কত কথা তারা ভরা রাতে।
কৃষকের ফালে রাখা তোর সুখরাশি,
আধফোটা কমলের প্রাণখোলা হাসি।
তুই শিশিরের গায়ে জোছনার সুতো,
তোর চোখ ঠিক নীল দিঘিটার মতো।


বসন্তর লাল ফাগে পলাশের বনে,
ছুঁড়ে দিস কত কথা বাতাসের মনে।
কুঞ্জে কুঞ্জে উড়ে অলি, প্রজাপতি সাথে,
আলপনা আঁকে রাত জোনাকির সাথে।
তুই মোর সন্ধ্যা দীপে ছড়ানো হৃদয়।
তোর বুকে মাথা রেখে শেষ ঠাঁই হয়!