স্বর্গ সিঁড়ি বেয়ে উমা মর্তে যবে এলো,
চারিদিকে অসুরেরা ভয়ে ত্রস্ত হলো।
মাতৃরূপী শক্তিরূপী বিপদতারিণী।
দশভূজা, সিদ্ধিদাত্রী, দুঃখ বিনাশিনী,
শৈলপুত্রী, চন্দ্রঘণ্টা, সিংহ কাত্যায়নী,
স্কন্দমাতা, কুশমণ্ডা, দেবী ত্রিনয়নী।
কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী মাগো,
ব্রহ্মচারিণী পার্বতী সুধাময়ী জাগো।


দক্ষ কন্যা সতী নামে তিনি পরিচিত,
কালী, তারা ও ত্রিপুরা ত্রিশক্তিতে খ্যাত।
যে পথে আঁধার রয়, কর দুর্গা স্তব,
আলোয় ভরবে প্রাণ চিন্তা যাবে সব।
শিউলির সুবাসেতে চিনে নিও তারে,
ভক্তির কুসুম সদা দিও প্রাণ ভরে।