ওই মেয়েটা স্বপ্নে ভেজা
   চোখের পাতায় ভাসিস!
তোর বাহুতে আপন করে
   আমায় ভালোবাসিস!


ইচ্ছে হয় শিউলি হয়ে,
   তোর আঙিনা ভরবো!
রাঙিয়ে আকাশ মাতিয়ে বাতাস
   রামধনুতে ঝরবো!


রক্ত রাঙা গোলাপগুলো
   ছড়ায়  মৃদু সুবাস,
তোর চুড়ির রিনিঝিনি
   মনকে কেন নারাস?


তোর কথার ঝাপটাগুলো
   এলোমোলো বায়,
বসন্তের ঐ কোকিল হয়ে
   মনের মাঝে গায়!


উষ্ণ রাঙা ঠোট দুখানায়
   প্রেমের বরিষ ঝরে!
কোন মায়াবী রঙিন আলো
   সব কোণেতে ভরে।


লাল গোলাপের পাপড়িগুলো
   ছড়িয়ে ফেলিস নারে,
প্রেম গুলোসব ওদের সাথে
   ছড়ায় পথের ধারে।


জানি আমি হয়তো নই
   তোর স্বপ্নের রাজা,
যৌবনেরই যাদু আমায়
   দিচ্ছে শুধু সাজা।


নীলকান্ত পাখি কভু
   তোর পাশেতে বসবে!
তখন বুঝি নীল গরলে
   আমার বুক ভাসবে...


ইচ্ছ আছে হব আমি
   অস্ত রাগের  লালি,
শেষ বিকেলের শ্রান্ত বায়ে
   তোকে ভরাবো খালি!


মাপতে তুই পারবিনতো
   কতটা জীবন  ঢেলে,
মুঠো মুঠো প্রেম মুক্ত
   জমাই হৃদয় মেলে!