ক্ষুদ্র শিশু কাঁদে ভূমে, দেবালয় কোণে,
জমা হয় তাকে ঘিরে, কৌতূহল মনে।
পুরোহিত হেঁকে কহে,  অনাসৃষ্টি হেথা,
কুল ধর্ম কিবা তব, কে রাখিল বৃথা।
রুষ্ট বুঝি হন দেব, প্রতিক্ষণে ভয়!
মন্দিরের কর্ত্রী মাতা দিলেন অভয়।
কহিলেন পুরোহিতে, ওরে বেটা শোন,
এশিশুর ধর্ম নেই ভগবানের ধন।


তুই মোর পুত্র আজ, দ্বিধা নেই তাতে,
তোকে পেয়েছিনু এক, অন্ধোকার রাতে।
মন্দিরের ওই প্রাণে, বল কোন জাত?
যে তোদের দিতে থাকে প্রতিদিন সাথ।
জীবনের প্রতিপদে সংকীর্ণতা ফেলে,
তুলেনে দেব শিশুরে মাতৃসম কোলে।