শুষ্ক জীর্ণ চাতক দেখি মনুমেণ্টের চূড়ে,
চোখ তার প্রতীক্ষায় রয়, বৃষ্টি দানাকে ঘিরে।


বৃষ্টির নিটোল ফোঁটার সাথে নিবিড় প্রেম জড়ানো!
দৃষ্টি রয় আকাশ পারে,মনের আকূতি ভরানো।


সারাটি বছর অপেক্ষা তার, নেইতো কোনো খাদ,
বৃষ্টি ধারায় ভাসাবে নিজেকে, এইটুকু তার স্বাদ।


বৃষ্টির মাঝে স্বপ্ন দেখে, রচে সুখের তরী,
পৌঁছে যায় সে কল্পলোকে মেঘবালিকার বাড়ি!


কহে বুঝি মেঘবালিকায়, কোরোনা আর দেরী
মুক্ত করো বৃষ্টির দানা ভরবো আপন করি।


ভরবে আমার হৃদয়ের তল, ভরবে আমার দেহ,
কতটা চাওয়া প্রেম মাখানো, জানবেনা বুঝি কেহ।


মেঘবালিকা বলে শোনো, মেঘ ময়ুরীর দেশে।
সদাই সেযে ব্যস্ত থাকে আলো আঁধারে মিশে।


ধরার বুকের স্নেহ কণা সে, রিমঝিম করে ঝরে।
বাঁচায় প্রাণ বাঁচে পৃথিবী,  খুশিতে সবাই ভরে।


সবুজ প্রাণে বৃষ্টির গানে, দুলাতে থাকে মাথা।
শস্যের শিষে ভরায় সোহাগে, রচে জীবন গাথা।


তোমার প্রেমের ঠিকানাটা যদি বৃষ্টি দানা হয়...
প্রতীক্ষায় রও গভীর ভাবে, মিলবে সে নিশ্চয়।