অঙ্গে রংমশাল নিয়ে জন্ম আমার,
তাই কোনো তাপ দেহ ছুঁতে পারেনি,
পার্থ… কিছু কথা ছিল,কিছু আকূতি
আমার নিষ্কলুষ প্রেম,
যাকে আজো ভেঙে পাঁচ করতে পারিনি আমি,
আজ এ নিরালায় কিছু প্রশ্ন… তুমি শুনবে?
যে প্রশ্ন আমার সত্তাকে  রিক্ত করে বারবার...
তীর বিদ্ধ করে জয়, সেদিন করেছো আমায়,
বুঝিনি ওই তীরের বিষ, গ্রাস করবে আমার গোটা জীবন!
আমার নাম কলুষিত করবে ইতিহাসের পাতা!
কৌতুক করবে ভবিষ্য...     তা কি জানো?
কি অসহ্য, তবু বইতে হবে আমাকে!
যত দিন পৃথিবী বাঁচবে,আমার দ্রৌপদী নামের বেসাতি!
তোমাকে ভালোবাসার ফল...
তোমাকে নিয়ে একান্তে স্বপ্ন...
আগুন গিলে নিল সব!
আমার দেহ আগুনে পুরবেনা ঠিকই,
আমার আত্মার ঝলসানো  নিনাদ পৌঁছে যায় সবার মনে...
যে মনে হলুদ জোছনায় প্রেম ভাসে!
বুঝতে পারে প্রেমের অন্তর!
তোমাকে দোষ দেবোনা আজ,  জ্ঞানী তুমি,
বলো, কেন আমার প্রেম তীর বিদ্ধ হলো?
আমি নারী তাইকি  যুগ যুগ ধরে আমার উত্তর অধরা?
কেন পার্থ?
কেন আমি ধর্ষিতা পাঁচের মাঝে যুগ যুগ ধরে?
কেন আমার নামের  কলঙ্ক মাথায়।
কেন আমার প্রেম মৃত, শুধু বিষের নীল মাখানো,
আর ভালোবাসায় যুদ্ধের লাল ক্ষত?