১.
মন শান্ত করে সাথে ভালোবাসা নিয়ে,
সিয়ামের মাধুরীতে মন মিলানো মাঝে।
তারিখের চাঁদ দেখি সবুজের রঙে,
দুপুরের ঘুম আসে সত্যের দলনে।
ফিরে যাও প্রাচীন কালের পথে,
সূর্য আসে মিষ্টি হাওয়ায় লক্ষ্যে।
অন্ধকারে ভয়ের মোহাচ্ছাদনে,
সিয়ামের তপস্যায় পাই নতুন রূপে।
২.
বিশ্বাসের শক্তি মনে ধরা,
রোজার সময়ে পানি হারা।
প্রার্থনায় মন বন্ধু আঁকা,
দোয়ার আলোয় জীবন পাকা।
৩.
সেজে উঠে রোজার জন্য সাজা,
ঈমানে সম্মত হয় পূর্ণ  পাকা।
তাকে মিটিমাটি আলোর দেখা,
দুই হাতে তাজমণির মেহেদি লেখা।
সহনের সময় রোজার শক্তি,
মানবতা জড়িয়ে দেবে নতুন স্রষ্টি।
পূর্ণ হোক প্রার্থনা, ইবাদত আর সমর্পণ,
রোজার সময় সৃষ্টির উদ্ধারণ।
৫.
শেষ রমজানের আলোয় বিশৃঙ্খল সব
ব্যবসার ধান্ধায় ইবাদত পকেটে ভরে
হাতিয়ে নিচ্ছে গরীবের হাড়ের টুকরো গুলো
আর পারি না, একাই ভালো
এবং লিখেই চলো
৬.
তিনভাগের  শেষ নাহ শেষদিকে
সিয়াম সাধনার পূর্ণতা আনার জন্য
অফুরন্ত ধন্যবাদ।