সেই যে সেই মেয়েটি!
হরিণের মতো দুটো চোখ দিয়ে
করত যেন কাকে ডাকাডাকি
নাম তার ভুলে গেছি...
তুমি তাকে দেখছ কি?
সেই যে সেই মেয়েটি;
হাসত প্রাণটা খুলে
কালো কুঞ্চিত কেশ হাওয়ায়
উঠত দুলে দুলে...
হাসিতে হার মানত যেন
গলায় পরা মুক্তোর মালাটি-
নাম তার ভুলে গেছি
তুমি তাকে দেখেছ কি?
ভীরু তার চোখের চাওয়া
হাঁটা যেন মরালের গতি
ভালোবাসি একটিবার বললে
জানিনা কি হত আমার ক্ষতি!
দিতে পারিনি তাকে কৃপণ মনটি
নাম তার ভুলে গেছি...
তুমি তাকে দেখেছ কি?
চুলে ঢাকা ছোট্ট কপালটি
তাতে কুমকুম আঁকা-  
পলাশের মতো আলতা রাঙা
কাঁপা কাঁপা তার ঠোঁট দুটি-
কখনো উঠত কেঁপে;কিছু বলতে কি!
সেই মেয়েটিকে দেখছিলাম দূর থেকে
হাতে নিয়ে ফুলের ডালাটি;        
আমি তখন রওনা দিয়েছি গাড়িতে  
হাতে ছিল কি তার গাঁথা মালাটি!
ও কি বলত মনের গোপন কথাটি!
কতকাল চলে গেছে, তাই-  
নাম তার ভুলে গেছি
তুমি তাকে দেখেছ কি?


(এই কবিতাটি লেখা পরিচিত একজন পুরুষের মুখের স্মৃতি বর্নণায়।)