(এই কবিতাটি ঈশ্বর
বা আল্লার উদ্যেশে )  


তোমাকে কোনদিন পাবনা
তাই দূর থেকে ছবি দেখি
মন বলে চাই আরও কাছে
তবু তুমি দাও শুধু ফাঁকি ।  
ওই সুদূরের টানে আমি মৌন
নির্বাক বিরহী আর দিশেহারা
ঠিককে ভুল করি,ভুলটাকে ঠিক
তোমার টানে আমি সর্বহারা।


বলো, কোনদিন দেখা কি পাবো?
না-কি কাব্যতেই প্রেম দিয়ে যাবো?
তুমি কি আসবে আমায় বরণ করতে?
বাসবে ভালো! টেনে নেবে বক্ষতে?
আশায় থাকব কি আজও বসে?
জননা! দিন ফুরায় মিলনের আশে?