গঙ্গোত্রী হিম জল ঢেলেই চলেন
আমাদের উষ্ণতায় পৌঁছায় না


যমুনেশ্বরী নীল জলের খেলা খেলেন
তবু এক ফোঁটাও ভুলে দেন না।


চেরাপুঞ্জি তে রোজ বৃষ্টি হয়
উষ্ণতম তে শুধু লু আর খরা


শীতলতম তে বন্যা বয়ে যায়
কেন তেলা শিরে তেল দেন ধরা?


ভগবান, আল্লাহ, প্রকৃতি , পৃথিবী
সবাই করে চলেন পক্ষপাত


মানুষ একটু বিপথে পা ফসকালেই
তাঁরাই আনেন ন্যায় অন্যায়ের প্রতিঘাত।