(রবীন্দ্রনাথ ঠাকুর-য়ের ‘সুরের গুরু’ গানটার ওই
দুটো শব্দ এখানে ব্যবহিত হল)  


সুরের গুরু দাও দাও সুরের আলো
নেভাও জীবন আঁধারের সব কালো।
সুরের গুরু আনো গলায় সুরের বান
দুঃখে-শোকে বাজুক তোমার সকল গান।
সুরের গুরু দাও, দাও আরও মিষ্টি সুর
তোমার সুরে থাকি যেন সদাই ভরপুর।
সুরের গুরু রাখো বাদ্য-বীণার মাঝে
ঝঙ্কার তোল অনীহা অবসাদের কাজে।
সুরের গুরু মাতিয়ে রাখো আনন্দ নৃত্যে
স্বতষ্ফুর্ত রাখো চলতে জীবন বৃত্যে ।
সুরের গুরু দাওনা তোমার ভোরের সুর
ভোরের আলোয় বাজুক বীণা মধুর মধুর।