দারুন দহণ জ্বালায়
কঠিন কায়া জুড়ায়
যদি তাঁর বাঁশি শুনি
মন-নদী কুলুকুলু বয়
হৃদ মন কথা কয়
নাচে দগ্ধ বুক খানি।
শীতল কালো জল
যমুনা বহে ছল ছল
কলস ভরে রাই কিশোরী
সদা মন উচাটন
নুপুর বাজে ঝন ঝন
ক্রন্দসী সেই সুন্দরী।
তিনি শ্যাম সুন্দর
রূপ যে পীতাম্বর
সবাই সঁপেছে তাঁরে প্রাণ
অধম রীনা দাসী বলে,
'কেন থাকো গো আড়ালে!
শোন না ব্যথার গান? '