(রম্য কবিতা )


এই ভোরের আলোতে আমাকে কেমন দেখছ?
দেখছি ছাড়ান ডিমের মতো মুখে ঢুকে যাচ্ছ ।
তোমাকে কিন্তু নীচে ধাক্কা দিয়ে ফেলে দেব
ভালোই তো পড়ার সময় তোমাকেই জড়াব।
আচ্ছা,বলতো তুমি কি আমায় সত্যি ভালোবাস?
অবশ্যই, তবে একটা অনুরোধ তুমি একটু হাসো।
তবে তুমি কি বলতে চাও আমি হাঁড়িচাচা ?
ওসব ভাষা বুঝিনা,আমি সাহিত্যে বরাবর কাঁচা।
জানো তোমাকে মনেমনে ভালোবাসে ঐ-যে শর্বরী
ভাবছি সেটা আমিও মনেমনে , দেখি কি করি!
ও,তাহলে আমাকে হৃদয় থেকে বিদায় দিতে চাও?  
দূ—র! তা কেন হবে?তুমি থাকবে, ওটাতো ফাও।    
বলোনা আমাকে তোমার ঘরে নিয়ে যাবে কবে ?
যেদিন আমার ভবঘুরে বেকার জীবন শেষ হবে ।