আমাদের বাংলায় বাউল গান আর বাউল কথার যে কি অর্থ আশা করি অনেকেই জানেন। বাউল কথার নির্ভুল উত্তর বলতে যা বোঝায় তা হল ব্যাকুল। ঈশ্বর প্রেমে ব্যাকুল। সেই প্রেমে যে একবার মজেছে তাঁর আর পৃথিবীতে চাওয়ার কিছু থাকেনা। আপামর জগতবাসীই তাঁর কাছে আপন। আমিও তাই আর সকলের মতো বাউল-প্রেমি।
  দোষ হলে ক্ষমা করবেন। মনের মানুষের খোঁজ সকল আবেগপ্রবণ মানুষরাই করে থাকেন । তিনি হোলীসোলেই  বিরাজিত । আমরা তাঁকেই খুঁজি যিনি আমার মনের মতো---
" খেলে প্রভু জগতের সাথে
  খেলে মানুষ -পুতুলের সাথে
  তাঁর খেলা দেখ কি মন
  দিন চলে যেতে যেতে ।।
  দিন ফুরাল অবহেলে
  যেতে হবে তাঁরই কোলে
  তাঁর কথা ভাব না মন
বিষয়ের হিসাব ফেলে
তাঁর ধামে যেতে হবে সব রেখে শূন্য হাতে।।
বিষয়ের বিষ নেই যে সেথায়
আছে শুধু অমৃত তার সাধ পায় যদি কেউ
চায়না আর এ মর্ত্য ।।
আ ব্রহ্মান্ডের সবই যে তাঁর ভোগ মোহে সে
সদা অবিকার--
মোহ ভুলে তাঁরই সাথে
চিরানন্দের খেলায় ওঠো মেতে।।
(এই গানটা কেউ গাইলে কোমল রাগে গাইবেন)