বাবা যখন আদর করতে করতে
আমাকে শূন্যে ছুঁড়ে দিত--  
আমি হাসতাম, জানিতো বাবা আমাকে
আবার বুকে তুলে নেবে।


বাবা যখন মার্কেটে যেত, আমি অপেক্ষায়
থাকতাম,বাবা আমার জন্য কিছু  আনবেই।


বাবা যখন বিদেশ যেত, কচি হাত দুটো
জড়িiয়ে আমিও বোলতাম-
যেতে আমি দেবনা তোমায়।


বাবা আজ চিরতরে চলে গেছে আমাকে ফেলে;
আর কোনদিন পাবনা তাঁর আদর আবদার--  
তাই, সারা পৃথিবীর বাবারা আমার নমস্য;  
তাঁদের একটু ভালোবাসা চাইলাম...
নিঃস্ব পিতৃ-স্নেহহীন বুকে ।  



( সারা জগতের বাবাকে আজ শতকোটি প্রনাম জানালাম । বাবা একজন এমন পুরুষ, যিনি একটা বিশাল পরিবারের দায়িত্ব মাথায় চাপিয়ে নিয়েও তাঁর সন্তানের কোন আবদার অপূর্ণ রাখেননা)