(এই মুহূর্তে একজন ব্যর্থ প্রেমিকের
অতীব ব্যথায় এই কবিতাটি)  


প্রেমে পড়া বড় সহজ ব্যাপার
তাকে টিকিয়ে রাখা পারদর্শীতা
প্রেমে সময় কাটান যে ভাবে
তাকে মারে তারই হীনমন্যতা।
যে সরলতায় প্রেম দান করে
শক্তি ক্ষমতা থাকে তার কাছেই
যে প্রেম-মন নিয়ে খেলা করে  
প্রতিপদে পরাজয় তার হবেই ।  
প্রেম চির শাশ্বত স্বর্গ থেকে আসে
আবার স্বর্গের পারিজাত বনে মেশে
প্রেম ব্রহ্মান্ডের মাঝে প্রবল প্রকট
বিরাজ করে সকল দেশ বিদেশে।  



[এই বিষয় নিয়ে আমি অনেক লিখেছি আর আপনারাও লেখেন বন্ধু । এটা নিয়েই জগতের সমস্ত কাব্য সাহিত্য আর ঈশ্বর-আল্লা]