’বধূ আমি ছিনু বুঝি বৃন্দাবনে
           রাধিকার আঁখিজলে’
    জীবন কেটে যায় প্রিয়তম, অতি
             অনাদরে অবহেলে।
‘ভোরে ঝিলের জলে শালুক পদ্ম তোলে
          কে ভ্রমর কুন্তলা কিশোরী’
সহায় হীন ভবসাগরে আমি কুল পাইনা
                  শুধুই সন্তরি।
‘মোর প্রিয়া হবে এসো রানি দেবো খোঁপায়
                   তারার ফুল’
হৃদয়ের খাঁতে কে যেন এসেছে অকস্মাৎ
                পথটা করে ভুল!
‘বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে
                    আজি দোল’
সে-ই বলে গেল কানে কানে ‘খোলরে বক্ষ
                   খানি খোল’।
‘জানি জানি প্রিয় এ জীবনে মিটিবেনা সাধ’
জগতের সাথে তোমায় বাসি ভালো এ কি
                  আমার অপরাধ?  
    
            
                
(আমি নজরুল গীতি আলাদা ভাবে শিখেছিলাম। আজও গেয়ে চলেছি। কবির জন্মজয়ন্তী-তে সেই মহাবিদ্রোহীর সাথে আমাকেও  আরও ভালো গাইবার জন্য একটু উইশ দেবেন বন্ধুগন*****)