মৃত্যু- তুমি আমার খেলার সাথী বন্ধু প্রিয়তম
ভীত সন্ত্রস্ত নই আমি কোনদিন তোমার নামে
চিনতে চেয়েছি তোমাকেই জীবনের গানে গানে।  
আজও রয়েছ না বোঝা না চেনার আড়ালে
তোমাকে জানতে চাই কাছ থেকে হৃদয় ভরে
কাছে যেতে চাই আপনার চেয়ে আপন করে।
যেতে হবেই তোমার কাছে, এ তো চিরন্তন  
তুমি আসতে পার যে কোন সময়ে,দিবসে রাতে
দেখতে চাই তোমাকে হাস্যময় আনন্দঘন  রূপেতে।  
আমার সুষুপ্তির মাঝে এসোনা একদিন; যাব সেই  
পাড়ে, স্বল্প সাধনা আমার তোমাকে জানতে সখা
মৃত্যুঞ্জয়ী নচিকেতা হতে পারিনি কর্ম যে আঁকাবাঁকা।  
তবুও তুমি আমার সখা,সময়ে এসো সেই সখা রূপেই
ভীতিতে ভরিওনা অজ্ঞানী অধমের কোমল কায়া
আর তিল তিল করে সাজান তোমার রূপের হিয়া!