(বিদ্রোহী কবি কাজী নজরুল
ইসলামের জন্মজয়ন্তীতে)  


‘’মহা বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত---‘’  
সেদিন কি আজও পেলাম কেউ?
অনেক বিদ্রোহ করে আজ পরিশ্রান্ত ।
আমরা সবাই মহান মুক্তি চাই
কোথায় মুক্তি!কোথায় শান্তি !
প্রেমের আশায় বারবার ফিরে যাই।
দিন মাস বছর চলে যায় কত দূর  
শঙ্কায় ঘুরি আমরা শান্তি-ক্ষুধাতুর
না-পাওয়ার শ্বাস শূন্যে তোলে সুর।  
‘’আগুনের ফুলকি ছোটে ফুলকি ছোটে—‘’
সেই ফুলকিরা অনাহারে থাকে রাস্তায়
কেউ ফেরাতে পারিনি সুদিন ওদের ললাটে।
‘’বন্ধুগো আর বলিতে পারিনা বড় বিষ
              জ্বালা এই বুকে---‘’
আমরাও বলতে পারিনি- দুঃখীজন দুঃখই
পেয়ে গেল,সুখী চিরকাল রয়ে গেল সুখে।
‘’ফুলের জলসায় নীরব কেন কবি----‘’
একবার সাড়া দাও,বিদ্রোহ তোল সারা দুনিয়ায়
আমরা হই এ যুগের মুক্তি-আলো-দাতা নবী।