(১৪ই মে- মাতৃদিবসে বাচ্চাদের জন্য একটি গান)  


মা যে আমার সোনার আলো
ছড়িয়ে দিল নীল আকাশে
মধুর আমার মায়ের রূপটি
সকল মায়ের ভেতর হাসে।
মা যে আমার মুখের ভাষা
মা আমার গলার সুরলা গান
মা আমায় শিখিয়েছিল বাঁচতে
জগৎ মাঝে, খুলে মন প্রাণ ।
মা আমার সকাল সাঁঝে, মা
কঠোর জীবন যুদ্ধের মাঝে
মায়ের মিষ্টি-হাসি মুখ খানি
আশিস দেয় সব কঠিন কাজে।
মা শেখাল জীব-এ দয়া প্রেম  
শেখাল মানুষকে বাসতে ভালো
মায়েরই সব আদেশ মেনে আজ  
মানুষ-জীবন হল আলোয় আলো।