লিচুতলা মানে শুধু একটা গাছেরই বর্ননা নয়
ঝোপড়া পাতার তলায় লুকিয়ে যেন স্বপ্ন বিস্ময় ।
তারই পাশ দিয়ে খাল মাঝখানে মাত্র চারটে কাঠ
উপরে অনন্ত নীল নীচে গো-বাছুর চড়ে সবুজ মাঠ।
লিচুতলা মানে বৈশাখে কচি টক লিচু ছিড়ে চোষা
তার তলাতেই ভবা বৈরাগী, বাউল আজানের বাসা।
লিচুতলা মানে কাক,কোকিল, চড়ুই,বুলবুলি, বাবুই
ভোরে তাদের কিচিমিচি ডাক আর ছোটদের হইহই।  
ঝিরিঝিরি বাতাসে পাতারা যখন খুশীতে কেঁপে ওঠে
আজান বাউলের উদাস গান একতারার তারে ফোটে।
‘আমি এক খ্যাপা বাউল ধরেছি প্রেম-তরুর মূল---‘
ঠিক;যেটা ঠিক তাকে চাপা দিয়ে,ঠিকটাকেই বলি ভুল।
লিচুতলা মানে অতীতকে ভেবে আর একটু ভালো থাকা
হারিয়ে যাওয়াকে বুকের ভিতর যেন বারবার মনে রাখা।
লিচুতলা মানে আড়ালে কার ঠোঁটের ফাঁকে মিষ্টি হাসি?  
যেখানে দুষ্টুমি করে সে যেন বলত‘তোমারেই ভালোবাসি’।