বন্ধু ছিলাম আমি যে তোমার
তুমি যেন ভুলে যেওনা
অ-নামি কবি বলে আসর  
থেকে আমাকে বিদায় কোরনা।
ফুল ঝরে যায় বাগিচায়
ঝরে পড়ে পাতা এমনি ধূলায়
তার মাঝে সাথীকে রেখ স্মরণে
একটি মালা পড়িও গলায়
জীবনে না হোক মরণে।
জীবনান্দের লহরীতে তোমার
মিলবে কত বন্ধু কত সাথী
তার সাথে অম্লান রেখ, এই
সাথীটির মধু ভরা স্মৃতি ।
দু-দিনের হাসি খেলা গান
তাও হবে একদিন অবসান
আমাকেও সবাই যাবে ভুলে
ছাই হয়ে ভাসব সেদিন, জানিনা
কোন নদীর কুলে কুলে!
সেদিন যদি একবারও মনে পড়ে
তাও হবে বিস্মরণের চেয়ে ভালো
একটা মালা দিয়ে সেদিন
চাঁচর হৃদয় কোর আলো।
সেদিন না হয় বুঝো কে ছিলাম
আমি তোমার কাছে
কবিতার আসরে লিখে রেখ নাম
অবাধ চোখের জলটি মুছে।