যখন অভিসারে যাই
কৃষ্ণ চূড়ার লাল পাঁপড়ি
দু পায়ে মাড়াই।
সূর্য তখন নিভু নিভু
শঙ্খ ধ্বনি বাজে
আমার কায়া সাজে।
বক রা সব একসাথে
গগনে দল বাঁধে
ফেরারি মন কাঁদে।
ঝুমুর ঝুমুর নুপুর বাজে
বাজে হাতের কাকণ
আর মানে না মন।
কি কথা রোজ তাঁর সাথে
আমিও না জানি
তবু নাচে পরাণ খানি।
বাসন্তীকায় সেজেছি আজ
বাজবে বাহার রাগ
দোঁহার বাড়বে অনুরাগ।