জীবন হারে মৃত্যুর কাছে
সুখ হার মানে দুঃখের মাঝে
ভালোবাসা হারে নাটকের কাছে
মন হার মানে অবিশ্বাসী কাজে।


স্বপ্ন হার মানে শুধু অলীক বলে
ঈশ্বর হার মানে নিত্য প্রার্থনায়
ব্যথা হার মানে আদর পরশে
পাওয়া হারে কিছু নাপাওয়ায়।


আকাশ হারে বিজলি-ঝলকে
আর ঝমা-ঝম বৃষ্টি ধারায়
উষ্ণতা হারে শীতল বাতাসে
ভাঙাবুক হারে প্রেম বরিষায়।


অভিমান হার মানে একটু খানি
প্রিয়র মিলনের সরস আশায়
গম্ভীর মুখ হেরে যায় তখনই
প্রিয়র আশ্বাস বা সমবেদনায়।  


যে হার মানার হারটি রেখেছি
আজও তোমার আসার আশায়  
সে-টি গলায় পোর আমি নাথাকলেও
শুধু আমার হার মানা ভালোবাসায়।