(আজ পদ্মশ্রী মান্না দে-র পূন্য
জন্মদিনে সারা বাংলার সাথে
  আমার শ্রদ্ধ্যা নিবেদন)  
চলে গেছ সে—ই অজানা অমৃতধামে
চলছি পথ পেড়িয়ে তোমার গানেগানে।
গান স্মরণ আর এক বিন্দু চোখের জল
ফুটে উঠুক তোমার পায়ে হ’য়ে কমল।
যে সুরের টানে মাতালে সারাটা বাংলা
বেসুরো-দেরও খোলালে সুরের-জানলা!
লড়াই,জীবনের প্রথম আর শেষ কথা
কে খোঁজে কখন কার ভেতরের ব্যথা!
আজ কিন্তু তোমার পুরনো জন্মদিন
আলোকিত করুক পরজন্মের শুভদিন।
“এই কুলে আমি আর ওই কুলে তুমি”
তোমার ওয়েসিস আর আমার মরুভূমি।
‘শুধু একদিন ভালোবাসা মৃত্যুযে তারপর’
আজ বুঝলাম নেই কিছু প্রেমের উপর।
কত বলি আর সুরে সুরে গানে গানে!
বাজে তোমার সুর বাংলার মনে প্রাণে।