একটু শুধু ভালো কথা
আর তো নয় কিছু
তার জন্যই মানুষ ঘোরে
মানুষের পিছু পিছু।
একটু শুধু ভালোবাসা
একটু ভালোলাগা
তাই নিয়েই কাব্য করা
আর রাত্রী জাগা।
একটু শুধু মনটা বোঝা
মনের মতো বার্তা
তাতেই তো জুড়িয়ে যায়
বুকের যত ব্যথা।
একটু শুধু মধুর পরশ
আর অনন্ত আশ্বাস
পাক সকলে সবার মাঝে
মিটুক দীর্ঘশ্বাস।
একটু শুধু মধুর হাসি
ঠোঁটে জেগে উঠুক
সেই টুকুতেই অন্ধ মনে
হাজার ফুল ফুটুক।  
  


( আমরা যন্ত্র জীবনে চাই শুধু ভালোবাসা ,
ভালোলাগা, আশ্বাস,  ভালো কথা ,
মুখের হাসি। এই নিয়েই
আমাদের বেঁচে থাকা। আমরা সকলের থেকে
চাই শুধু এই কটা জিনিস )