একরাশ অগোছালো চুল কপালে উড়ছিল,
নাকের উপর পাতলা ফ্রেমের চশমা;
পরনে সাদা চোস্ত আর হলুদ পাঞ্জাবী
চশমার ফাঁক দিয়ে সে আমাকে দেখছিল।


একদিন রবীন্দ্র-সদনে,আমি জনতার ভিড়ে,
চশমার স্থির দৃষ্টি চিনে নিতে চায় উদাসীকে
আবেগপ্রবণ মন আর বিস্ময়ের চোখ জলে-
ভরা,আনমনা হয়ে মিশেছিল কবিতার ঘোরে।  


জুঁই-ফুলের মালার উপর ধুম্র মিশ্রিত প্রশ্বাস,
‘হ্যালো ম্যাডাম নামটা জানতে পারি কি?
আমি আখ্যাত এক কবি কেউ চেনেনা...’
কবিতায় দেখেছিলাম তার লুকানো দীর্ঘশ্বাস।


আজ অনেকদিন পরে তাকেই দেখছি আবার,
সেই পাঞ্জাবী আর ভারী ফ্রেমের চশমায়
দৃষ্টি হয়তো এখন তার ধুসর, তবু যেন-    
ওই চোখ চিনে নিতে চায় আমকে বারম্বার।