অনেক তো হল এবার দেয়ালে টানান ফটোটা
সরিয়ে রাখ আড়ালে নয়তো সাদা কাপড়ে
কত ফটো রাখবে কার!জীবন তো মৃত্যুর-
জন্যই,ভেতরে তাঁর হাতছানি আনন্দ উপরে।
যে চলে গেছে সে তো মৃত অতীত,আসবেনা
সে নিত্য দিনের লড়াইয়ের কোন খবরে
বাস্তব দুনিয়াটা তার কাছে এক ট্রে ছাই-
নয়তো চাপা দেওয়া ক্যাসেলে বা কবরে ।
জীবিত মানুষদের বিষাদ শরীরটা হাঁটুতে  
গুঁজে কিছুদিন চোখ ভাসিয়ে বসে থাকা  
আবার তো সব ভুলে কঠিন বাস্তবে ফেরা
বেঁচে থাকার পথটা যে ভীষণ আঁকাবাঁকা !
স্মৃতির মানুষটা আজ ফটো ফ্রেমে হাসছে
শেষ হয়ে গেছে যে তার অযাচিত লড়াই
ও যেন বলছে,’আমার সংগ্রাম শেষ বন্ধু
টানান ফটোটাকেও এবার বলো বাই বাই’।