আমাকে ভীষণ ভালবাস!
তবে বোবাকে দাওতো ভাষা খোঁড়াকে চলার ছন্দ
তবেই পাব তোমার আত্ম-কেন্দ্রিক প্রেমে আনন্দ ।  


আমাকে নিয়ে ঘর বাঁধতে চাও?
তবে গৃহহীনদের দিতে পারবেতো নিরাপদ আশ্রয়?
জেন, কোন ঘরে শুধু তুমি আমি দুজনে নয় ।


আমার দেহে মিলতে চাও?
দেব-শিশু চাও এক দেহে মিলনের বিনিময়ে?
ওই শিশুদের বুকে টাননা যারা যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে!  


সব শেষে যেতে চাও তীর্থে ?
তোমার দেশকে সাজাওনা সৃষ্টির মনোভাব দিয়ে!
সবাই মিলবে সেই তীর্থে প্রেম-ত্যাগ চেতনা-চৈতন্য নিয়ে!


( আগে বুদ্ধি বা বোধ। তারপর চেতনা এবং শেষে চৈতন্য । জ্ঞানীজনরা সর্বদা  চৈতন্যে বিরাজ করেন। সাধনা করলে আমরাও হয়তো পারব। যখন চৈতন্য উপস্থিত হয় , তখন আর ভেদাভেদ থাকেনা )