এমন তপ্ত দহণ কালে
তোমায় কাছে চাই
সরস বরষ বাদল ধারায়
জীবন টা জুড়াই।
কালো মেঘে গগন ঢাকো
বজ্র আনো কঠিন
দহণ কালের ভীষণতায়
কোমল হৃদয় ক্ষীণ।
হরিৎ বনে তুফান তোলো
হাসুক তরুলতা
রুক্ষ মাটি ভিজুক সুখে
আসুক কোমলতা।
বন জঙ্গল সবুজ কেটে
নগর উন্নয়ন
সূর্য পিতা রাগ করে আজ
দেখান উষ্ণায়ন।
দোষ তোমাকে দিই কেমনে!
দেখায় মানুষ সভ্যতা
তাই বৃষ্টি বাদল হারিয়ে গেছো
নেই তোমাদের সখ্যতা।