বোস পুকুরের পাড়ে
ঝোলে থরে থরে
সবুজ রঙের লিচু,
বুকটা কেমন করে
শূধু তোমার তরে
মন হয় কি উঁচু!


টক লিচুর স্বাদ
আজ মোছায় অবসাদ
তুমি অনেক দূর,
মাছরাঙা ডালের শেষে
শোনে বসে বসে
বিরহী গানের সুর।


বুলবুলিদের দোদুল
মাঝে শিমুল ফুল
মহানন্দে আকুল,
সূর্য দেখায় রোষ
ভিতরে অসন্তোষ
প্রাণ যে বড়ো ব্যাকুল।


ওই বোস পুকুরের ধারে
হাতটি আমার ধরে
তুমি কেঁদেছিলে কত,
অনেক দহণ বরষ গেল
জীবন হল এলোমেলো
তুমি ফিরলে না তো!