তোমাকে আমি এতো বিশ্বাস করি কেন জানো?
তুমি আমার হাসির আড়ালের কান্নাটা দেখতে পাও  
যে কান্নাটা আর কেউ দেখেনা মন দিয়ে কখনো।  


ভাবছ বোধহয় তোমাকে এতো পছন্দ করি কেন?
তুমি আমার নীরবতা-টা বুঝতে পার, আঘাতটা-
কত দূর তোমাকে ছাড়া কারোকে যাবেনা বোঝান।      


তোমার দিকে তাকিয়ে থাকি কেন তা-কি জানো?
তোমার রেপ্লিকার মধ্যে আমাকে দেখতে পাই ব’লে  
যা বলা যাবেনা লোককে, একবারও কোনদিনও।    


আর তোমাকে ভালোবাসি কেন সেটাও কি জানো?
ব্যথার সমব্যথী,সুখের চির সুখী, কান্নায় ক্রন্দসী
আর,তোমার আত্মার মাঝে আমার আত্মাও জড়ান।