(ভালোবাসা বা প্রেম নিয়েই সারা বিশ্ব-ব্রহ্মাণ্ডের সংসার। স্বয়ং ঈশ্বর-আল্লাহ শুধু প্রেম যাচঞা করেন ভক্তের কাছে। তাই এই ভালোবাসা বা প্রেমকে যুগান্তর ধরে কত রকম ভাবেই না ব্যাখ্যা করা হল । পারফেক্ট কোনটাই হলনা। আমারটাও সেই ক্ষেত্রে নিশ্চিত ব্যাখ্যা নয়।)    


ভালোবাসা কোন্ দিন কাকে করেছিল ভিখারি
নয়তো কারোকে করেছিল বুঝি রাজা বা রানী
হয়তো তা ছিল স্বপ্নাতুরের রঙিন স্বপ্ন,নয়তো-
বুভুক্ষু বুকে বয়ে বেড়ান অস্ফুট ব্যথার গ্লানি।


রবির অস্ত রাগে বা ভোরের কাকলীতে যে-
কথা যুগ যুগ ধরে কতবার হয়ে গেছে বলা
সে কথাটা শেষ হয়নি কোনদিনও,আজও সেই
রেশটা নিয়েই আঁকাবাঁকা কঠোর জীবন চলা।


মন্দকে নিয়ে তো নয়,ভালোকে নিয়ে বাস করা
ভালোবাসা-কে মনে করি না যেন ঠিক তাই !
এই আকাশে বাতাসে মাটিতে ঘুরে বেড়ায় সে
ঘোরে সেই মহাশূন্যেও,যেখানে আছে আর নাই।


শিরা ধমনী মস্তিষ্ক চেতনা মন হৃদয় মিলিয়ে
দুটো জীবের, দুজনার কাছে কী যেন চাওয়া!
ছয় ঋতুতে অখন্ডিত হৃদয়ে বিরহে দিন গোনা
আর,নিগূঢ অন্তরে বসে যেন তারই গান গাওয়া।


যুগ যুগান্তরের সেই পুরনো আবেগ উদ্বেগ উন্মাদনা
সর্বাঙ্গে করে যায় যেন উদ্দাম উচ্ছল তরঙ্গময় নৃত্য
পাওয়া না-পাওয়া কখন হয়ে যায় একাকার, প্রাণে-
যখন মিলে একাত্ম হয় বিশ্ব-প্রেমের পরম বিত্ত ।  


        
     [কবি-বন্ধুদের সংশয় থাকলে অবশ্যই লিখবেন]