(জন্মভূমিকে কেউ কোনদিন ভোলেনা। আজ তাকে
ছেড়ে অনেক দূরে আমি। তবু বারবার তাকে
রাতের স্বপ্নে দেখি। সভ্যতার গ্রাসে সে এখন
অস্তমিত প্রায়।তারই ব্যথা এই কবিতায়।)    


হালকা গোধূলির ম্লান আলোয় ভেসে
যেতে চায় উদাস মন
রবির অস্ত রশ্মি গায়ে এসে পড়ে  
জানায় বিদায় ক্ষন।
তুমি কি দাঁড়িয়ে আছো এখনো পথ চেয়ে
খেলার সাথীকে ভেবে!
গায়ে ধুলো মেখে তুমিও ফিরতে একদিন
সেদিন তো চলে গেছে কবে।
আজও ধুলো মেখে ছেলেরা চলে যায়
একরাশ ফুল ছড়িয়ে
স্মৃতিকে ভুলিনি জন্মভূমি,তুমি রেখেছ তাকে
স্মরণের চাদরে জড়িয়ে।
সভ্যতার লোলুপ লেলিহানে হারিয়ে গেছে
আমার সোনালী সকাল
তিল তিল করে আমাকেও ডেকে নেবে
একদিন অমোঘ মহাকাল।  
তোমার আদরের সেই জনকে শেষদিনে
নিতে বো'ল একটু ভালোবাসা
আর যাকিছু আমার বলে রয়ে গেল,থাকুক  
তা চিরকালই ধোঁয়াশা।