বাংলা বৈশাখী উৎসবের মিলনে  
এসো বন্ধু এসো
ভরা বুক,নিঃস্ব বুক সকলে মিলন
স্রোতে ভাসো।
এসো বৈশাখী এসো এসো তুমি
হৃদয়ে ফুটিয়ে ফুল
মুছে যাক সব ব্যথা, মান-  
অভিমানের ভুল।
এসো বৈশাখী বন্ধু খুলে দিয়ে
বদ্ধ বুকের খীল
মধুর পবনে নতুনের ঘ্রাণে করো  
মন-মুকুর ঝিলমিল।
তোমার আমার ভুল বোঝা-বুঝির
কতনা শিশু-খেলা
নতুনের আহ্বানে হৃদয়ে বসাও
সদানন্দের মেলা।
নব বৈশাখে প্রীতির সাথে রইল
হৃদয়ের বন্ধন
ভালোবাসাটাই রইল,আর যা কিছু
থাক অবগুণ্ঠন।