বধূ কোথায় তোমায় হারিয়েছি আমি
আর কি পাবনা খুঁজি
তুমি আমার নামাটি ধরে ডাকিবেনা
আর কোনদিনও বুঝি!
আমি ছিলাম সেই বৃন্দাবনে শ্রীমতির
আঁখি ভরা জলে
ওই মিলনের পিয়াসে আজ বক্ষ
ওঠে যে দুলে।
আর কি তুমি আসিবেনা!আর কি
ভালোবাসিবে না !
তোমায় আর কি পাবনা খুজি?।।
মিলনের সাধ যখনই জাগে
তোমারে হৃদয়ে পাই নব অনুরাগে
ভরাও আমার তৃষিত হৃদয় প্রাণ
তোমার অসীম আকুল সোহাগে ।।
বধূ তুমি যে আমার প্রাণ
জীবনে না হোক মরণে দেখিব
মধু মুখের হাসি অম্লাণ ।
অনেক ব্যথার মাঝে প্রিয়র ব্যথাও
অনুভবে আমি বুঝি
তোমায় আর কি পাবনা খুঁজি?।।


(এটা একটা গান। কারো ইচ্ছা হলে ভৈরবী রাগে গাইবেন)