‘’যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ।
অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম ।।
পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ।
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে’’--
পেরিয়ে চলেছি পথ ব্যথায় ভুগে ভুগে।  
নামো অন্তরীক্ষ থেকে দাও আলো প্রাণে
জাতি ভেদ দূরে রেখে রাখ মৈত্রীবন্ধনে।
আমরা সবাই একই পিতা-মাতার সন্তান
নেই ভেদাভেদ, নেই কোন ব্যাবধান ।
কোরান বেদ বাইবেল ত্রিপিটক আবেস্তা
মিলে মিশে খুলে দিক প্রেমের সরল রাস্তা।