বৈদ্যুতিন বাতিগুলো আজ নিভিয়ে দাও
ঘর আলোকময় হোক জ্যোৎস্নার সমাগমে,
জোনাকিরাই মাতিয়ে দিক মৃদু আলোকের ঘ্রাণে।


বৈদ্যুতিন পাখাগুলোও বন্ধ করে দাও আজ
শেষ দখিণা বাতাস উদ্বেলিত করুক উত্তাল মন,
মাতাল হোক যন্ত্র–জীবনের এই সুধা-শুভ ক্ষণ।


প্রতিদিনের একঘেয়েমি ওই সংসারের খেলাটা
আজ বন্ধ হোকনা অজানা আগুন্তকের অনুরধে!
গায়ে জ্যোৎস্নার মধু মেখে দুজনে মিলি অবাধে!


আজ না হয় বোরনেস ওই ডিনারটা দূরে রাখ
এই উষ্ণ শরবতের পেয়ালাটা নাও কোমল হাতে,
বিভোর থাক একটা রাত আমার উষ্ণতার সাথে।