আকাশে আজ যেন অন্য রঙের গোধূলি
আদিত্য অস্তমান তাই বিরহে ফুলগুলি ।
এমন এক গোধূলিতে এসেছিলে না তুমি!
কি নামে ডেকেছিলে! ভুলে গেছি আমি।
ফুলেরা রোজ কথা বলে আমার সাথে
পাখিরা গান গায় উদাস মন ভোলাতে।
তুমি চলে গেছ!না-কি ফিরবে আবার?
দীর্ঘশ্বাসের কম্পনে কাটে গোধূলি আমার।
মন-বাতায়ন খোলা,দিলাম দরজাটাও খুলে
আজ নিঃস্ব,তবু ফেরো যদি হৃদয়ের সম্বলে।
যত চিঠি লিখেছিলাম তা-কি সবই খেলা?
আমিই ভেবেছি আপন,তুমি করে গেছ হেলা।
অনেকটা দিন গুনে গুনে এল চৈত্রের অবসান
নতুন বছরে রাঙাওনা গো, কৃষ্ণচূড়ায় প্রাণ!