আমরা তখনই কাঁদি যখন যা পেয়েছি
তার চেয়ও বেশী চাই
যখন বোকার মতো লোকের সাথে পাল্লা দি
তখনই হেরে যাই ।
আমরা তখনই অবুঝ হই মানতে পারিনা
যখন চিরন্তন সত্যকে
মানতে পারিনা প্রিয় জনের বিচ্ছেদ আর
এক বুক ব্যথাকে ।
বার বার অসন্তুষ্ট হই নিজের কর্ম ফল
যখন বিচার করিনা
অন্যের শ্রীবৃদ্ধি দেখে কুটিল মনটাকেও  
শাসান করিনা ।
বেসামাল তখনই হয়ে যাই, যখন
আত্ম-বিশ্বাস হারাই
লোকের আশ্বাসে মন ভরেনা,যা চেয়েছি
তা যদি না পাই ।
আমরা আরও সুখী হতে চাই যখন নিজের
চলমানতাকে ছোট করি
নিজের সুখকে মেরে ফেলে, অপরের
সুখের লালিত্য বুকে ধরি ।
লোককে তখনই অপমান করি যখন
নিজের অহমিকা বাড়াই
হামবড়া হটি তখনই হই,যে কোন প্রকারে
নিজেকে জাহির করতে যাই।
আমরা পাগল হই বারবার যখন
মিথ্যেকে আশ্রয় করি
আসল ধার্মিক তখনই হবো,যখন
ভাববো সকলেই সকলেরই।