আমার পৃথিবী দুটো একটাতে মানুষ
বড় বড় বাড়ি পশু পাখীতে ভরা  
সেখানে জন কোলাহল বিবাদ  হিংসা
আগ্রাসী নিতি পাপ-লোভের ডেরা।
আর একটা পৃথিবী আমার নিজের
হাতে গড়া,নিজের সাজান ফুলে গানে
সেখানে কেউ কাদেনা মরেওনা--  
আনন্দে বসে থাকি সেই লনে।
আমার থেকে সত্যিকারের আমিটা
বেরিয়ে এসে বসে আমার পাশে
আমি বিভোর হই তার অফুরন্ত
মধুর হাসি আর সীমাহীন আশ্বাসে।  
আর একজনও যেন কখন ঢুকে যায়
ঠিক আমার আমিটার মতো খালি হাসে  
গান গায় পীড়িত ব্যথিত মন ভোলায়
আনন্দে মাতি,আমি,আমার-আমি,আর সে।  
সেখানে দুঃখ হাসেনা, সুখ কাদেনা, সেই
আগুন্তকের ভয়ে, আগুন্তক রাগী নয়  
সবসময় হাসে আমার আমির মতো;
তবু দুঃখ বেদনারা ওকে দেখে পায় ভয়।
ওকে স্পর্শ করতেও পারেনা শোক দুঃখরা
যদি বলি তুমি কে? ঠিক করে ব লো তো--
সে  হাসে আর বলে “তোমাকে মিষ্টি ছোঁয়া
দিয়ে যাই- গভীর নয়, আ ল তো ।“