তখন আমার ষোল বছর
তোমার ছিল যে কুড়ি
তুমি তখন পূর্ণ যুবক
আমি এক শান্ত কিশোরী।
ছম ছম বাজত পায়ের নূপুর
কাঁচের চুড়ি বাজত মধুর
তোমার বাঁশির তালে তালে
তুমি হাতটা ধরে তুলতে আমায়
নুয়ে পড়া আমগাছের ডালে।
তোমার বাঁশি বাজত যেন
কত বিরহের সুরে সুরে
তোমার মুখটা দেখতাম আমি
শুধু লজ্জায় চুরি করে।
তোমার কঠিন চুম্বনে রাঙা হত
আমার কিশোরী মুখখানি
বলতে”আমার ফোঁটা গোলাপ
আমি ওই ফুলের ফুলদানী।
একবার ওই নিষ্টি বদন
ভুলে নাহয় রাখ আমার বুকে  
হটাত অকাল মৃত্যু আসে যদি
আমি মরব অনেক সুখে ।
লোকে মরে কাঁটার ঘায়ে
মরছি আমি ফুলের সুবাসে
কিজানি লজ্জা রাঙা এই প্রিয়া
আমায় ভালো বাসে কিনা বাসে!"
আমার তখন ষোল বছর  
বুঝিনি তার ব্যাঞ্জণা ভরা ভাষা
আজ বুঝি,আমার প্রতি ছিল যে-
তার আকুল ভালোবাসা।