পুকুর পাড়ে লিচু তলায় খেলার মাটির ঘরটিতে
বসে আছে সেই সাথীটি বরণ করে আমায় নিতে।
আমার খেলা যখন ছিল ওই সাথীটির সাথে
জানিনা কি গোপন ছিল তাঁর ব্যাকুল হৃদয়েতে।
খেলা যখন ছিল আমার আম লিচু আমড়ার তলে
একদিন সে পড়াল মালা শুধুই হাসি খেলার ছলে।
খেলার ছলে সে বলেছিল তোমায় বাসি আমি ভাল
এসো সাথী আমার কাছে অন্ধ হৃদয় করো আলো।
তাঁর প্রেম-স্বর্গ ভরা ফূলে,সে আমার সাথে কথা বলে
‘ভালোবাসি তোমায় বলেছিলাম সেদিন খেলার ছলে?  
আসল কথা বুঝতে পারনি তুমি ছিলে বালিকার দলে-    
তোমার সেই ছায়াটি আজও ভাসে আমার হিয়া তলে।
সোনার মেয়ে শোনোগো তুমি যা বলেছি খেলার ছলে
ওই কথাটিই আসল সত্যি ছিল, হয়নি বলা ভুলে।
তোমার  কোমল-মনটি আছে আমার কাছেই বরাবর
আজ পরিনত বুদ্ধি নিয়ে কাকে করেছ তোমার বর ?
জানি নেই সেই সরলতা নেই সেই কিশোরীর হাসি!
তবু যেখানে,যেমন থাক,আজও তোমায় ভালোবাসি।